Home মূল কাগজ গৃহায়ন খাতকে গতিশীল করতে রিহ্যাবের সাথে নিটল আয়াত

গৃহায়ন খাতকে গতিশীল করতে রিহ্যাবের সাথে নিটল আয়াত

0 525

কারিকা ডেক্স


সহজ উপায়ে নগরবাসীদের মাঝে ফ্লাটের ব্যবস্থা করতে নিটল আয়াত প্রপার্টিজ লিঃ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ বৃহস্পতিবার মহাখালীস্থ নিটল আয়াত প্রপার্টিজ লিঃ এর অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রিহ্যাব এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। অপরদিকে নিটল আয়াত প্রপার্টিজ এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মারিব আহমেদ (নিলয়)। এসময় নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ এবং রিহ্যাব এর সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় নিটল আয়াত প্রপার্টিজ দীর্ঘ মেয়াদী ঋণে নাগরিকদের কাছে ফ্ল্যাট বিক্রি করবেন। ২০ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকি টাকা ২০ বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবেন ফ্ল্যাট ক্রেতা। ২০ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার পরই ফ্ল্যাটের চাবি বুঝে নিতে পারবেন ক্রেতা সাধারণ। এই উদ্যোগ গৃহায়ন খাতকে গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

NO COMMENTS

Leave a Reply