Home মূল কাগজ প্রচ্ছদ নিলামে বিক্রি বিলবোর্ড – রাজস্ব খাতে তিন লাখ টাকা জমা

নিলামে বিক্রি বিলবোর্ড – রাজস্ব খাতে তিন লাখ টাকা জমা

0 2861

নিজস্ব প্রতিবেদক

গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিলবোর্ড উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত ১৭টি বড় এবং ১০টি ছোট বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও বিউটিফিকেশান সেলের প্রধান ক্যাপ্টেন রিপন কুমার সাহা। উচ্ছেদকৃত বিলবোর্ডগুলো ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয়। এতে ডিএনসিসির রাজস্ব খাতে প্রায় তিন লাখ টাকা জমা হয়েছে বলে জানা যায়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেয়রের একান্ত ব্যক্তিগত সচিব শামসুল ইসলাম মেহেদীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাত পৌনে দশটা থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর ঘন্টাখানেক পর ঘটনা স্থলে যান মেয়র আনিসুল হক। ২৭টি অপসারণের সবগুলিই হয়েছে ঢাকা বিমানবন্দর এলাকায়।
গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক এ অভিযানের ঘোষণা দেন। বর্তমানে ডিএনসিসি এলাকার সব বিলবোর্ডই অবৈধ ঘোষণা করা হয়েছে।

NO COMMENTS

Leave a Reply