Home চট্টগ্রাম বৌদ্ধ স্তুপ

বৌদ্ধ স্তুপ

0 2325

স্তুপের ধারণাটির সূচনা প্রাক-বৌদ্ধ আনুগত্যদের মাটিতে ঢিবি আকারে কবর দেয়ার প্রথা থেকে। এতে মৃতদেহকে মাটির নিচে বসিয়ে কবর দেয়া হতো, যাকে চৈত্য (chaitya) বলা হয়। পরবর্তীতে বুদ্ধের নির্বাপনের পর তার দেহাবশেষ আটটি ঢিবির নিচে ও শবাধার এবং জলন্ত অঙ্গার আরও দুটো ঢিবির নিচে রাখা হয়। তবে এই স্তুপ সম্পর্কে খুব অল্পসংখ্যক লোকই জানে। কারণ মূল দশটি সৌধস্তম্ভকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কিছু স্তুপ যেমন- স্বারনাথ (Sarnath) সানচি দেখতে অনেকটা প্রাচীন ঢিবির মতই। এসব স্তুপের বিস্তৃতি ঘটে এশিয়ার তিব্বতে ও পূর্ব-এশিয়াতে বিকাশ হয় প্যাগোডার। এসব প্যাগোডাগুলো বিভিন্ন আকৃতির, যেমন ঘণ্টাকৃতির ও শিখরাকার শৈলীর। স্তুপ মূলত ভারত ও সাউথ ইস্ট এশিয়ার বৌদ্ধ কাঠামোর কাজে ব্যবহৃত হয়। এই স্তুপগুলো তৈরি হয় শ্রীলংকাতে। সবচেয়ে বড় স্তুপটি পাওয়া যায় ইন্দোনেশিয়ার জাভাতে। অষ্টম শতকে এটি আবিষ্কৃত হয়।

NO COMMENTS

Leave a Reply